আজ শনিবার, ২৭শে বৈশাখ ১৪৩১, ১১ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ‘‘ স্পর্শ” ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতা ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান ‘‘ স্পর্শ ”ফাউন্ডেশনের  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে ‘‘স্পশ’’ ফাউন্ডেশনের সহ-সভাপতি আব্দুল মোকিমের সভাপতিত্বে আলোচনা  কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গ্রামীণ ট্রাভেলস্ এর চেয়ারম্যান, সমাজ সেবক  ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী আলহাজ্ব মোখলেসুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন। 

বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জুনিঃ কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারী) ডা. ইসলাম হোসেন, ডা. জাহিদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আনন্দ শংকর রায় চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ। 

আলোচনা সভার পূর্বে রক্তদাতা ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান ‘ স্পর্শ ফাউন্ডেশনের  বিগত বছর গুলোতে বিভিন্ন রোগীকে রক্তদান,  সেবামূলক কাজের বিবরণ পেশ করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব মোখলেসুর রহমান রক্তদাতা ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান ‘ স্পর্শ ফাউন্ডেশনের  জরুরি প্রয়োজনের সময় রোগীকে রক্তদান ও নিজস্ব উদ্যোগে করোনা কালীন সময়ে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্পশের সকল সদস্যকে ধন্যবাদ প্রদান ও আগামীতে যেকোন প্রয়োজনে বা সহায়তার জন্য তিনি ‘ স্পর্শের পাশে থাকবেন বলে জানান। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ