আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মেহেদি হাসান

কোভিড-১৯ সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আলোচনা সভার আয়োজন করে।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। তিনি বলেন- শিক্ষা কার্যক্রম নিয়ে ভাববার সময় এসেছে। যে যার অবস্থান থেকে একযোগে কাজ করলে জেলা থেকে তথা এই দেশ থেকে নিরক্ষরতা দূর করা সম্ভব হবে। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোরশেদ, চেতনা মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক জাফরুল আলম, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হকসহ অন্যরা। আলোচনা সভায় বিভিন্ন পেশার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ