চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত কল ও রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৬ই সেপ্টেম্বর ২০২০ সন্ধ্যা ০৭:২৬:১৭
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ও মহারাজপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ১২ ধারা লঙ্ঘন করায় চারটি করাত কলকে ২০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় একটি হোটেল থেকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
রোববার বিকেলে সরকার উপজেলা নিবার্হী অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সদর মডেল থানার একটি পুলিশের টিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহি অফিসার নাজমুল ইসলাম সরকার জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে লাইসেন্স পরিচালনাকারী করাতকল গুলোতে চারিদিকে ওয়াল থাকার কথা থাকলেও তারা চারিদিকে ওয়াল দেয়নি ও বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে পরিষ্কার পরিছন্নতা ভালো না পাওয়ায় এই জরিমানা করা হয়। আগামীতেও এ ধরনের অবৈধ করাতকল সহ হোটেল রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
০ টি মন্তব্য