আজ সোমবার, ২৬শে কার্তিক ১৪৩২, ১০ই নভেম্বর ২০২৫

করোনা মুক্ত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ উরাও

মেহেদি হাসান

করোনা মুক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) দেবেন্দ্রনাথ উরাও।  বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়  তিনি চাঁপাই নিউজ ডটকমকে করোনা মুক্ত হওয়ার কথা নিশ্চিত করেনে। তিনি জানান, গত ৪ আগস্ট   জ্বরে আক্রান্ত হলে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা পরীক্ষার জন্য  নমুনা প্রদান করেন। পরের দিন ৫ আগস্ট তার করোনা ফলাফল পজেটিভ আসে। ফলে তিনি সরকারী নিজ বাসভবনে আইসোলেশনে ছিলেন। তিনি আরও জানান, গত ১৭ আগস্ট দ্বিতীয়বার নমুনা প্রদান করলে আবারও তার করোনা ফলাফল পজেটিভ আসে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর রাতে তার করোনা নেগেটিভ এর ফলাফল আসে ।  এখন  হতে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান।

তার করোনা জয়ের কারণে তিনি মহান আল্লাহ্’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিবার, আত্মীয় স্বজনসহ অনুপ্রেরণা প্রদানকারী সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি করোনা মুক্ত পৃথিবী আবারও ফিরে আসবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ