আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ানো হলো ধ্বংসযোগ্য মামলার নথি ও অফিসের রেকর্ড

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের অধীনে দেওয়ানী আদালতের ধ্বংসযোগ্য মামলার নথি ও অফিসের রেকর্ডসমূহ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জেলা ও দায়রা জজের নির্দেশে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে আদালত চত্বরে এসব নথি ও রেকর্ডসমূহ ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী, সিনিয়র সহকারী জজ মাজহারুল ইসলাম, সহকারী জজ নিশিথ রঞ্জন বিশ্বাস, ঈশীতা শবনম, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ভবসুন্দর পালসহ অন্যান্য বিচারকমন্ডলী ও জজ আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, অনেক পুরোনো ও অকার্যকর হওয়ার এসব নথি ও রেকর্ডসমূহ আগুনে পোড়ানো হয়। এছাড়াও মামলার এসব নথি ও রেকর্ড ডিজিটাল আর্কাইভে সংযুক্ত হওয়ায় এসবের প্রয়োজন ফুরিয়েছে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ