চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের জব্দকৃত মালামাল উন্মুক্ত নিলামে বিক্রয়
- ২৭শে আগস্ট ২০২০ সন্ধ্যা ০৭:০৪:০০
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সেখানে গিয়ে ১ লাখ টাকা জরিমানা ও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার, ট্রলার ও বালু জব্দ করে।
সেই জব্দকৃত মালামালগুলো বৃহস্পতিবার ( ২৭ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উন্মুক্ত নিলামে ৯ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।
পৌর এলাকার সোনার মোড় রামকৃষ্টপুর এলাকার মাসুম বিল্লাহ উন্মুক্ত নিলামে অংশগ্রহণ করে সর্বোচ্চ ৯ লাখ ৭০ হাজার টাকায় তা ক্রয় করে।
উন্মুক্ত নিলামে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আনিসুর রহমান, সহকারী কমিশনার ও রেভিনিউ ডেপুটি ক্যালেক্টর সাইফুল ইসলাম, এনডিসি রবিন মিয়া, সহকারী কমিশনার চন্দর কর, জিনিয়া জামান, রওশনা জাহানসহ জেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
০ টি মন্তব্য