চাঁপাইনবাবগঞ্জে মৃত্যু বেড়ে ১১ মোট আক্রান্ত ৬১৯ সুস্থ ৩৯৮ জন
- ২০শে আগস্ট ২০২০ রাত ১২:১৪:২৭
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ
নিয়ে জেলায় এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১
জনে।
জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের দৈনিক প্রতিবেদনে বুধবার বলা হয়েছে,
চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা পরিস্থিতি সৃষ্টির পর থেকে এ ভাইরাসে আক্রান্ত
হয়েছেন ৬১৯ জন ব্যক্তি। তাদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। অপর
দিকে সুস্থ হয়েছেন ৩৯৮ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল খেকে চাঁপাইনবাবগঞ্জে
করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ। এরপর ২০
এপ্রিল প্রথম এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর গত ১৮ জুলাই
প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপর ১২ জুলাই ১ জন, ১৮ জুলাই ১ জন, ২৩
জুলাই ১ জন, ২৬ জুলাই ১ জন, ২৯ জুলাই ১ জন, ৩০ জুলাই ১ জন, ১ আগস্ট ১ জন, ৮
আগস্ট ১ জন, ৯ আগস্ট ১ জন এবং সর্বশেষ গত ১১ আগস্ট মারা যান আরো ১ জন।
সিভিল সার্জন ডা. জহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
০ টি মন্তব্য