শোক দিবস উপলক্ষে বিএমএ’র স্বেচ্ছায় রক্তদান,আলোচনা সভা
- ১৫ই আগস্ট ২০২০ রাত ০৮:০৯:৫৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর

মেহেদি হাসান
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)
এ উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পণ শেষে নিজস্ব অফিসে গিয়ে সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. দুররুল হোদা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার গোলাম রাব্বানী।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার, সাংগঠনিক সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুনসহ অন্যান্য চিকিৎসকগণ।
০ টি মন্তব্য