জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা ‘ক’ জনের আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ১৫ই আগস্ট ২০২০ রাত ০৮:০৩:৫৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর

মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ উপজেলা রামচন্দ্রপুর হাটে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ‘ক’ জন এর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রাণীহাটি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসীন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ।
বিশেষ অতিথি ছিলেন,নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন, আমরা ‘ক’জন এর আহবায়ক মাহবুব উল ইসলাম শামীম।
আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
০ টি মন্তব্য