আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

প্রয়াত সাংবাদিক সুইটের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

মেহেদি হাসান

শনিবার (১৫ আগস্ট) সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনেুষ্ঠিত হয়েছে।  

এ উপলক্ষে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে স্মরণ সভায়  সাংবাদিক সুইটের জীবনের বিভিন্নদিক তুলে ধরেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।  

স্মরণ সভায় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তসলিম উদ্দিন, সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি জাফরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, নির্বাহী সদস্য ও সমকালের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য রবিউল হাসান ডলার, সহ-সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম ইমন, সহ-সম্পাদক মেহেদি হাসান, সদস্য জহুরুল ইসলাম প্রমুখ।    

 উল্লেখ্য, গতবছর ১৫ আগস্ট সকাল পৌনে ৭টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইট ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যাতেও ভুগছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন জেলখানা মোড় দাউদপুর রোড নিবাসী মরহুম বদর উদ্দিনের বড় ছেলে সুইট মৃত্যুকালে মা, স্ত্রী, এক শিশুসন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মৃত্যুর আগে সাংবাদিক সুইট কর্মরত ছিলেন দৈনিক কালের কণ্ঠ ও গাজী টেলিভিশনের (জিটিভি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ইমতিয়ার ফেরদৌস সুইট বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন জেলার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমে।

সুইটের লেখাপড়া রাজশাহী শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি কলেজে। সাংবাদিকতা শুরু জেলার দৈনিক নবাব পত্রিকা দিয়ে। এর আগে কিছুদিন সাপ্তাহিক গৌড় সংবাদে (বর্তমানে বন্ধ) কাজ করেন তিনি। এরপর যুক্ত হন দৈনিক করতোয়া পত্রিকার সাথে। পরে দৈনিক যুগান্তরে জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন ইমতিয়ার ফেরদৌস সুইট। জড়িত ছিলেন স্থানীয় পত্রিকা দৈনিক চাঁপাই চিত্রের সাথেও।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ