আজ বুধবার, ৮ই মাঘ ১৪৩২, ২১শে জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আরো ১৯ জন করোনা পজিটিভ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে আরো ১৮৫ জনের করোনা ভাইরাস নমুনা পরীক্ষার ফলাফল সিভিল সার্জন অফিসে এসেছে। এর মধ্যে নতুন করে আরো ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই ১৯ জনের মধ্যে জেলা সদরের ১৪ জন, শিবগঞ্জের ৩ জন ও নাচোল উপজেলার ২ জন রয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৭ টার দিকে ঢাকার শেরেবাংলানগরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে এই ফলাফল সিভিল সার্জন অফিসে আসে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত এই জেলায় ৫৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০১ জন। মারা গেছেন ১০ জন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ