আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯০ তম জন্মদিনে ৫০ জন নারী পাবেন আর্থিক সহায়তা ও উপকরণ

মেহেদি হাসান

আমাগী ৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯০ তম জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জের ৫০ জন নারী পাবেন আর্থিক ও উপকরণ সহয়তা। এর মধ্যে ৩০ জন দুস্থ নারীকে আয়বর্ধক উপকরণ হিসেবে একটি করে সেলাই মেশিন ও ২০ জন দুস্থ নারীকে ২ হাজার করে টাকা প্রদান করা হবে। আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মদিনের অনুষ্ঠানে জেলার এই ৫০ নারীকে এই সহায়তা প্রদান করবে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে থাকা নারীদের এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯০ তম জন্মদিনে সারাদেশের নারীদের এই সহায়তা প্রদান করা হবে। তারই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের এই ৫০ জন নারীকে এই সহায়তা প্রদান করা হবে। আমাগী ৮ আগস্ট প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন। জেলা প্রশাসক আরো বলেন- জেলা প্রশাসনের উদ্যোগে সারাবছরই অনেক নারীকে আর্থিক ও বিভিন্ন উপকরণ দিয়ে স্বাবলম্বি করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে নারীর উন্নয়নে গৃহীত কর্মসূচি চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে। ৮ আগস্ট ৫০ জনের সঙ্গে আরো কিছু নারীকে সহায়তার চিন্তা করা হচ্ছে বলে তিনি জানান।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ