আজ বৃহঃস্পতিবার, ৪ঠা আশ্বিন ১৪৩১, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আরো ৭০ জনের করোনা পজিটিভ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে একদিনে রেকর্ড ৭০ জন করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। এনিয়ে জেলায় শনাক্ত সংখ্যা দাঁড়াল ৪০২। শনিবার(২৫’জুলাই) রাত ১০টার দিকে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,শনিবার রাজশাহী থেকে আসা ২৯টি নমূনায় ৯ জন ও ঢাকা থেকে আসা ২৯৬টি নমূনায় ৬১জন সহ মোট ৩২৫টি নমূনার ফলাফলে ৭০ জন শনাক্ত হন। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৯ জন শনাক্তের মধ্যে সদরের ১ ও শিবগঞ্জের ৮ জন রয়েছেন। ঢাকা থেকে আসা অপর ৬১ জন শনাক্তের উপজেলাভিত্তিক পূর্ণ তথ্য পরে জানানো হবে।

সিভিল সার্জন আরও জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম ও খাইরুল আলম নামে আরও দু’জনের মৃুত্য হয়েছে। গত বৃহস্পতিবার (২৩’জুলাই) উপসর্গ নিয়ে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলার বাসিন্দা রফিকুলের মৃুত্য হয়। এর আগে গত বুধবার (২২’জলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে শিবগঞ্জের চকঘোড়াপাখিয়া গ্রামের খাইরুল আলমের মৃুত্য হয়। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪-এ।

সিভিল সার্জন আরও জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম ও খাইরুল আলম নামে আরও দু’জনের মৃুত্য হয়েছে। গত বৃহস্পতিবার (২৩’জুলাই) উপসর্গ নিয়ে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলার বাসিন্দা রফিকুলের মৃুত্য হয়। এর আগে গত বুধবার (২২’জলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে শিবগঞ্জের চকঘোড়াপাখিয়া গ্রামের খাইরুল আলমের মৃুত্য হয়। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪-এ।

এদিকে গত শুক্রবার (২৪’জুলাই) পর্যন্ত শনাক্তদের মধ্যে সূস্থ হয়েছেন ১৫৩ জন। সূস্থদের মধ্যে সদরের ৫৬,শিবগঞ্জের ৩৭,গোমস্তাপুরের ৩০,নাচোলের ১৮ ও ভোলাহাটের ১২ জন রয়েছেন। সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত নমূণা সংগ্রহ হয়েছে ৪ হাজার ৫৩৪টি। এ পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ৪ হাজার ৩২৩টি। পজিটিভ ফল এসেছে ৪০২টি। নেগেটিভ ফল এসেছে ৩ হাজার ৯২১ টি। এখনও ফলাফল পাওয়া যায় নি ২১১ টি নমূনার।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ