মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব বজায় না রাখায় ১৫ হাজার টাকা জরিমানা
- ২৪শে জুলাই ২০২০ রাত ১০:৪৪:৫৩
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলার নিউমার্কেট, শহীদ সাটু হল মার্কেট, ক্লাব সুপার মার্কেটে মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব বজায় না রাখা এবং মার্কেটের ভেতরে নিষেধাজ্ঞার পরও গাড়ি পার্কিং করায় বিভিন্ন জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে এই জরিমানা করেন।
জেলা প্রশাসনের রাজস্ব শাখার সার্টিফিকেট পেশকার রেজওয়ান কবির জানান, শুক্রবার (গতকাল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব বজায় না রাখায় ১ জনকে ৫০০ টাকা, ১ জনকে ২০০ টাকা, ১ জনকে ৩০০ টাকা ও ১ জনকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মার্কেটের ভেতর অবৈধ গাড়ি পার্কিং করায় ১ জনকে ১ হাজার টাকা, একটি গার্মেন্টসের দোকানক ৮ হাজার টাকা ও একটিকে ৩ হাজার টাকা, ১টি সুতার দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
০ টি মন্তব্য