আজ মঙ্গলবার, ১লা আশ্বিন ১৪৩১, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আরো ২২ জনের করোনা পজিটিভ জেলায় মোট ১৯৯

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে রোববার (১২’জুলাই) নতুন করে ২২ জনের করোনাভাইরাস শনাক্তের পর জেলায় শনাক্ত সংখ্যা বেড়ে এখন ১৯৯ জন। রাজশাহী থেকে আসা ১৭৩টি নমূনার ফলাফলে ২২ টি পজিটিভ হয়। রাত সাড়ে ৯টায় সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে উপজেলাভিত্তিক পূর্ণ তথ্য পরে জানানো হবে।

তবে শনাক্তদের মধ্যে গত শনিবার (১১’জুলাই) পর্যন্ত সূস্থ হয়েছেন ৯৩ জন। এর মধ্যে সদরের ৩৩,শিবগঞ্জের ১৬,গোমস্তাপুরের ২০,নাচোল ও ভোলাহাটের ১২ জন করে সূস্থ হয়েছেন। ফলে জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা এখন ১০৬ জন।

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী আরও বলেন,জেলা থেকে গত শনিবার পর্যন্ত ৩ হাজার ৭০৯টি নমূনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ফল পাওয়া গেছে ৩ হাজার ৬৪৬টি নমুনার। পজিটিভ ফল এসেছে ১৯৯টি। নেগেটিভ ফল এসেছে ৩ হাজার ৪৪৭টি নমূনার। এখনও ফল আসেনি ৬৩টি নমূণার। তবে রোববার নতুন করে আরও ১৩০টি নমূনা পরীক্ষায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ