আজ মঙ্গলবার, ১লা আশ্বিন ১৪৩১, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ভবিষ্যত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা  প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের সম্মেলন কক্ষে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব  রওনক মাহমুদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় চাঁপাইনবাবগঞ্জ-, আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুলজেলা প্রশাসক জেড এম নূরুল হকপুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্বদেবেন্দ্রনাথ উরাও, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র  মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, চেয়ারম্যান, অধিনায়ক, বিজিবি-৫৩/৫৯ ব্যাটালিয়ন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম সরকারসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা উপস্হিত ছিলেন।

সভায় করোনা ভাইরাস প্রতিরোধ জন সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করে  জন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করা, সন্ধ্যা .০০ টার পর জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া, কোরবানী পশুর হাটে ক্রেতা-বিক্রেতা উভয়ের মাস্ক ব্যবহার নিশ্চিত করা, স্বাস্হ্যবিধি মেনে সকল ব্যবসা প্রতিষ্ঠান উন্নয়ন কর্মকান্ড চালু রাখার বিষয়ে সুপারিশ করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ