আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স বিভাগের শিক্ষকদের মতবিনিময় সভা

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : মানবেতর জীবন থেকে মুক্তি চান বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স বিভাগের শিক্ষকরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে  বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তভুক্ত করে এমপিওভুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে  মতবিনিময় করেছেন তারা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের আয়োজনে বুধবার (৮ জুলাই) সকালে শাহনেয়ামতুল্লাহ কলেজ এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক নুরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল কাদের, সমাজ কর্ম বিভাগের প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম, বালুগ্রাম কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোসাঃ উম্মে হাবিবা, শিবগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোসাঃ অনিকা বানু, নামোশংকরবাটী ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদ হাসান প্রমুখ।

মতবিনিময়ে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন যাবত মানবেতর জীবন যাপন করে আসছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে  বৈধভাবে নিযোগপ্রাপ্ত  শিক্ষক। সরকারের উচ্চ শিক্ষা বিস্তারে আমরা দীর্ঘ ২৭ বছর পাঠদান করে আসছি। কিন্তু এমপিওভুক্তি নীতিমালায় অনার্স  কোর্সের বিষয়টি অন্তভুক্তি না থাকায় আমরা দীর্ঘদিনেও এমপিওভুক্ত হতে পারিনি।

প্রধানমন্ত্রীর দফতরসহ সংশিষ্ট বিভিন্ন দফতরের সুুপারিশ থাকা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় আমাদের এমওিভুক্তির বিষয়টি নজরে নিচ্ছে না। তাই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। অবিলম্বে জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে সব শিক্ষককে এমপিওভুক্তি করার জন্য আমরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ