আজ রবিবার, ২৪শে ভাদ্র ১৪৩১, ৮ই সেপ্টেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের অনলাইন হাট চালু

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের উদ্যোগ নিয়েজে জেলা প্রশাসন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এজন্য অনলাইনে একটি পাতা খোলা হয়েছে। কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য এটাকে ‘অনলাইন প্লাটফর্ম’ বা ‘পশু হাট’ হিসেবে অভিহিত করছে জেলা প্রশাসন।

বিক্রেতাগণ তার কোরবানির পশুটির ছবি ও বিবরণ দিয়ে এই প্লাটফরমে পোস্ট দিতে পারবেন।পেজটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিক্রেতাগণ অবশ্যই তার মোবাইল নম্বর ও ঠিকানা দিবেন যেন ক্রেতা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় অনলাইনে পশু হাট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে কোরবানির পশু ক্রয়-বিক্রয় হলে পশুহাটের মতো মানুষের ভিড় হবে না। ফলে করোনা ভাইরাস সংক্রমণ এড়ানো সম্ভব হবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর জানান, গ্রামের সাধারণ মানুষ যদি অনলাইনে গরুর ছবি আপলোড করতে পারেন তাহলে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তদের মাধ্যমে করতে।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ