আজ শুক্রবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩১, ২২শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিককর্মীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

মেহেদি হাসান

ডেস্ক নিউজ : “করোনা পরিস্থিতি মোকাবেলায় শুধু সাংস্কৃতিক কর্মীই নয়, সব মানুষের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষকে তিনি ত্রাণ সহায়তার পাশাপাশি আর্থিকভাবেও সহায়তা দিয়েছেন।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিককর্মীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক জেড এম নূরুল হক এসব কথা বলেন। তিনি বলেন- মহান মুক্তিযুদ্ধের সময় শিল্পীরা ঘরে বসে থাকেননি। তারাও সংগীতের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, মানুষকে সাহস জুগিয়েছেন। এখন করোনাযুদ্ধে আপনাদেরও ঘরে বসে থাকলে চলবে না। মানুষকে জাগাতে হবে, সচেতন করতে হবে। কাজেই সামাজিক দূরত্ব বজায় রেখে সংগীত চর্চা চালিয়ে যেতে হবে।

বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে ৫০ জনকেহাজার টাকা করেলাখ ৫০ হাজার টাকা, ৫ জন অসচ্ছল সংস্কৃতিসেবীকে মাসিকহাজার ২০০ টাকা হারেবছরের ১৪ হাজার ৪০০ টাকা করে ৭২ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করেলাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

 প্রতিষ্ঠানগুলো হচ্ছে- উদীচী শিল্পী গোষ্ঠী, সুরদরিয়া সংগীত নিকেতন, নবাব গম্ভীরা দল, শেখ রাসেল সাংস্কৃতিক মঞ্চ, মূর্ছনা সংগীত নিকেতন বনলতা সাংস্কৃতিক ক্লাব। -সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কে এম তাজকির-উজ-জামান, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ