আজ শুক্রবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩১, ২২শে নভেম্বর ২০২৪

'তথ্য প্রযুক্তিই নাগরিক সেবা উন্নতকরণের মূল হাতিয়ার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে তথ্য প্রযুক্তিই নাগরিক সেবা উন্নতকরণের মূল হাতিয়ার শীর্ষক অনলাইনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) এ কে এম তাজকির উজ জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) এ কে এম তাজকির উজ জামান।

সেমিনারে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কু-ু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক নজরুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম,আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের প্রধান শিক্ষক ড. সাদিকুল ইসলাম, শিবগঞ্জের আম ব্যবসায়ী শামিম খাঁনসহ বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগক্তাগণ। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ