চাঁপাইনবাবগঞ্জে জরায়ু ও স্তন ক্যান্সার স্ক্রিনিংবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ২৪শে জুন ২০২০ বিকাল ০৩:২৩:৫৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে জরায়ু ও স্তন ক্যান্সার স্কেনিং বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪জুন) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়-এর স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ‘‘লাইফ স্টাইল এবং হেলফ এডুকেশন ও প্রমোশন’’ প্যাকেজ নং এল অ্যান্ড এইচ ই পি এস ১৫/২০১৯-২০২০ আয়োজনে ও সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে পৌর এলাকার দক্ষিণ চরাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহনাজ খাতুন।
সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহারের উপস্থাপনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন খাতুন, ইউনিসেফ এর প্রতিনিধি শরিফা খাতুন, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেফালি খাতুনসহ নামোশংকরবাটী দক্ষিন চরাগ্রাম ও টিকরামপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী ও গৃহিনীরা উপস্থিত ছিলেন।
০ টি মন্তব্য