আজ সোমবার, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১, ২০শে মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এ বাজেট ঘোষ করেন। এবারের বাজেটে নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে ২৩ কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৩৬৭টাকা, মোট  উন্নয়ন আয় ধরা হয়েছে ২০৪ কোটি ৩৫ লাখ ১৫ হাজার ৯৮১টাকা, প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭ কোটি ২৯ লাখ ৯৮হাজার ১৫২টাকা মিলে মোট আয়  ২৩৫ কোটি ৩ লাখ ২৭ হাজার ৫০০টাকা। মোট নিজস্ব ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫০০টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে  ২১৩ কোটি ৭৭ লাখ ৮১ হাজার টাকা সমাপনী স্থিতি ৬৮লাখ লাখ মিলিয়ে মোট ব্যয় ২৩৫ কোটি ৩ লাখ ২৭ হাজার ৫০০টাকা। 

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সচিব মামুন অর রশিদ, অ্যাকাউন্টস্ অফিসার মোঃ আহসান হাবীব, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর কবীর, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম,সিটি প্রেস ক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, চাঁপাইনবাবগঞ্জ  জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, মডেল প্রেস ক্লাবের সভাপতি আখতার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকগন। 


বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র মোহাঃ নজরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহনের পর থেকে পৌরসভার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। রাস্তা ঘাট সংস্কার, পূর্ন নির্মাণ, পানি সরবরাহে ব্যাপক অগ্রগতি, নিজস্ব অর্থায়নে শহীদ সাটু হল কমপ্লেক্্র নির্মাণ, সেবাদানে ও আর্থিক স্বচ্ছতা সৃষ্টি করতে পৌরসভার সকল কাজ ব্যাংকিং সিস্টেম প্রনয়ণ করা, বিগত চার বছরে পৌর কর্মকর্তা কর্মচারীদের সকল মাসের বেতন পরিশোধ, বিগত পরিষদের ৮ মাসের বকেয়া বেতনের মধ্যে ৪ মাসের বেতন পরিশোধ, ইউজিপ প্রকল্পের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় ফেজের কাজ করা হয়েছে। 

আগামী বাজেটে বকেয়া বিভিন্ন  বিল উত্তোলনের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান মেয়র।   


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ