চাঁপাইনবাবগঞ্জে শুদ্ধাচার চর্চায় ভূমিকা রাখায় পুরস্কার বিতরণ
- ১০ই জুন ২০২০ সকাল ০৯:০০:০০
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে সেবা প্রদানে শুদ্ধাচার চর্চায় অগ্রণী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০ দেয়া হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বছর স্বীকৃতিস্বরুপ অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির উজ জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,শিবগঞ্জ উপজেলার সাবেক সহকারী কমিশনার ভূমি বরমান হোসেন, সহকারী কমিশনার খাদিজা বেগম, জেলা প্রশাসকের সিএ মোঃ ইব্রাহিম ও সদর উপজেলা নির্বাহী অফিসারের সিএ মোঃ আব্দুল ওহাব, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির স্বাধীন,শিবগঞ্জ উপজেলা অফিসের অফিস সহকারী আব্দুল বারী কে এ পুরস্কার দেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।
শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ বোঝায়। এর দ্বারা একটি সমাজের কালোত্তীর্ণ মানদন্ড, নীতি ও প্রথার প্রতি আনুগত্যও বোঝানো হয়। ব্যক্তি-পর্যায়ে এর অর্থ হল কর্তব্যনিষ্ঠা ও সততা, তথা চরিত্রনিষ্ঠা।
০ টি মন্তব্য