আজ সোমবার, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১, ২০শে মে ২০২৪

করোনায় ক্ষতিগ্রস্থ ৫৫ জন স্কাউটকে আর্থিক সহায়তা দিল জাগরনী চক্র

মেহেদি হাসান

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস ( কোভিড-১৯) কারনে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও  নিম্ন আয়ের পরিবারের ৫৫ জন স্কাউট সদস্যদের মাঝে ৫০০ টাকা করে মোট সাড়ে ২৭ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে জাগরনী চক্র ফাউন্ডেশন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাব ও স্কাউট সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান। এসময় উপস্থিত ছিলেন, জাগরনী চক্র ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম,  জেলা স্কাউটস্ এর  সহ-সভাপতি মোসফিকুর রহমান, সাধারণ সম্পাদক  গোলাম রশিদ, সদর উপজেলা স্কাউটস্ এর সম্পাদক বজলার রহমান রুবল প্রমুখ।

জাগরনী চক্র ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৭০০জন কারনে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে শিবগঞ্জে ৩৯৫, সদর দরিদ্র পরিবার ৫০, স্কাউট সদস্য ৫৫ ও গোমস্তাপুরে দরিদ্র ৫৫, স্কাউট সদস্য ৫০ ও নাচোলে ১০০জন আর্থিক সহায়তা দেয়া হয়েছে। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ