আজ মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১, ২১শে মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের বই মেলার উদ্বোধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের চত্বরে মুজিব মঞ্চ চত্বরে এ বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।


অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শফিকুল আলম, জেলা ভ’মি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মংচিংনু মারমা, রওশনা জাহান, চন্দর কর, এস এম আশিষ মোনতাজ, জিনিয়া জামান ও স্কাউট লিটার সমিত চ্যাটার্জীসহ বিভিন্ন স্কুলের গার্ল ইন স্কাউট লিডারগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য দীর্ঘদিন পর চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের উদ্যোগে ও মহান একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন মেলা চলবে ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ