আজ শনিবার, ২১শে চৈত্র ১৪৩১, ৫ই এপ্রিল ২০২৫

অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি বোমা বাবু পিস্তলসহ পুলিশের হাতে গ্রেপ্তার

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ১৫ মামলার অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি সদর উপজেলার চুনাখালি খলিফাপাড়ার মো. আফসার আলীর ছেলে মো. বাবু ওরফে জনি ওরফে  বোমা বাবু (৩৩)।  গত রবিাবর রাতে তাকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন একটি আম বাগান হতে গ্রেপ্তার করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. বাবু ওরফে জনি ওরফে  বোমা বাবুর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফারোক, মাদক ও সরকারি কাজে বাধাসহ ১৫ টি  মামলা রয়েছে। গতকাল (রবিবার) রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং তিন শ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানান ওসি জিয়াউর রহমান।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ