চাঁপাইনবাবগঞ্জে চালের গুদাম ও কোচিং সেন্টারে অভিযান ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
- ৩০শে মে ২০২০ সকাল ০৭:২৩:০০
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের হঠাৎ চাল দাম বাড়ার ফলে বিভিন্ন গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার চাঁপাইনবাবগঞ্জের টিমরামপুর, বড়িপাড়া ও দক্ষিন চরাগ্রাম এলাকায় কয়েকটি চালের গুদামে অভিযান চালানো হয়।
ভ্র্যাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন জানান, বাজারে চালের দাম বৃদ্ধির কারন খুজতেই গুদাম গুলোতে অভিযান পরিচালনা করা হয়, এসময় চালের মজুদ করে রাখার অপরাধে জনি অটোরাইস মিলের মালিক সফিকুল ইসলামকে ১ লাখ টাকা, চাল ব্যবসায়ী মাহবুব হোসেনকে ১ লাখ টাকা, দক্ষিন চরাগ্রামের শরিফুল ইসলামকে ১ লাখ টাকা, টনি আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও টিমরামপুর এলাকায় কোচিং সেন্টার খোলা রাখার দায়ে কনফিডেন্স প্রাইভেট হোম নামে একটি কোচিং সেন্টারের মালিক মাইনুল ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রিট মোঃ আলমগীর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকাসহ সদর উপজেলার সব জায়গাতে যারা বাড়তি মনাফা লাভের আশায় চাল ধান মজুদ করে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যস্থা গ্রহণ করা হবে।
বেশ কিছু জায়গায় প্রায় সাড়ে ৮ হাজার বস্থা চাল ধান আগামী ২ দিনের মধ্যে বাজারে প্রচলিত দামে বিক্রি করে দিবে বলে মজুদদারেরা জানান।
০ টি মন্তব্য