করোনার ভয় উপেক্ষা করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডা. গোলাম রাব্বানী
- ৩০শে মে ২০২০ সকাল ০৭:১৪:৪১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে করোনার ভয় উপেক্ষা করে জীবনের ঝুকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডা. গোলাম রাব্বানী। তিনি প্রতিদিন পদ্মা ক্লিনিক ও সেবা ক্লিনিকে পূর্বের ন্যায় রোগী দেখছেন । তিনি জানান, প্রাইভেট প্যাকটিস করার কারনে প্রথমে PPE(পার্সোনাল সুরক্ষা সরঞ্জাম) না পেলেও অপারেশন থিয়েটারের পোষাক পরিধান করে চিকিৎসা সেবা করেন করেন। পরে জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার পক্ষ থেকে একটি PPE(পার্সোনাল সুরক্ষা সরঞ্জাম) পেয়ে তিনি এখন নিয়মিত রোগী দেখা শুনা করছেন।
তিনি জানান, চাঁপাই নবাবগঞ্জ বাসিকে আশ্বস্ত করতে চাই যে আমি সর্বদাই আপনাদের পাশে আপনাদের সাথে আছি এবং থাকবো ইনশআল্লাহ্। শুধু আমি না, চাঁপাই নবাবগঞ্জের প্রতিটি ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী আপনাদের পাশে আছে। নিজেদের বিপদের কথা চিন্তা না করে প্রতিটি স্বাস্থ্যকর্মী যে নির্ভীক, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, করোনা ভীতি যাদেরকে থামাতে পারেনি, চাই তাদের প্রতি আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালবাসা ।চাই সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি।
০ টি মন্তব্য