আজ শুক্রবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩১, ২২শে নভেম্বর ২০২৪

শুক্রবার গ্রামীণ ট্রাভেলস্ এর ১০নং ওয়ার্ডের বিভিন্নস্থানে খাদ্য সামগ্রী বিতরণ

মেহেদি হাসান

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে মানুষ কর্মহীন হয়ে পড়ায় সেসব অসহায় কর্মহীন মানুষের মাঝে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে ১০ হাজার খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের ধাপাপাড়া, ঘুমপাড়া, নয়ানশুকা পাইকড়তলা ও আঙ্গারিয়াপাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক জায়গায় গ্রামীণ ট্রাভেলস্ এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোখলেসুর রহমান নিজে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করছে।


এসময় মেসার্স জোসনারা অটো রাইস মিলের পরিচালক আলহাজ্ব মাসুদ করিম,সাবেক কাউন্সিলর শরিফা খাতুন বেবী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, গ্রামীণ ট্রাভেলস্ এর ম্যানেজিং ডাইরেক্টর রাকিব উদ্দিন, জেনারেল ম্যানেজার আসাদুজ্জমান ছানা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল জলিল উপস্থিত ছিলেন। গ্রামীণ ট্রাভেলস্ এর চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কর্মহীন মানুষ বিশেষ করে রিকশা চালক, ভ্যান চালক, দর্জি, সেলুন, ট্রাক ড্রাইভার, দৈনিক খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ও ১৫টি ওয়ার্ডের সাধারণ খেটে খাওয়া নারী পুরুষদের মাঝে প্রায় ৬ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরনের কর্মসূচী নিয়েছি। ইতোমধ্যে বিভিন্ন সমিতির মাধ্যমে এসব খাদ্য ও ১৫টি ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ শুরু করেছি।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ