আজ শুক্রবার, ২৭শে বৈশাখ ১৪৩১, ১০ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪টি স্থানে সপ্তাহে তিন দিন পাওয়া যাবে ১০ টাকা কেজি দরের চাল

মেহেদি হাসান

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে মানুষ কর্মহীন হয়ে পড়ায় সরকার গরিব, অসহায় ও নিরীহ মানুষের সুবিধার্থে বিশেষ ও এম এম (চাল) ইউনিয়ন পর্যায়ের মত পৌরসভা এলাকায় চালু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও এম এস ডিলারদের মাধ্যমে প্রতি কেজি ১০ টাকা হারে প্রতিজনে পাঁচ কেজি করে  রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিশেষ ও.এম.এস এর চাল দেয়া হবে। এ লক্ষে রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির উজ জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ওবায়দুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটনসহ ১৪জন ডিলার উপস্থিত ছিলেন।


সভার সিধান্তক্রমে পৌর এলাকার ১নং ওয়ার্ডের নয়াগোলা মোড়ের জেম এন্টার প্রাইজ, ভোকেশনাল রেল স্টেশনের মাঝামাঝি তারিক আজিজ খাঁন । ২নং ওয়ার্ডের গোলাম রাব্বানী পাঠানপাড়া ওয়ালটন মোড়ে , ৩নং ওয়ার্ডের আলীনগর হাই স্কুল মোড়, ৪ ও ৫নং ওয়ার্ড মোঃ আমিনুল ইসলাম দুই মিলে হরিপুর উচ্চ বিদ্যালয়/ বোর্ড ঘর , ৬ ও ৭নং ওয়ার্ডে আব্দুল মমিন বটতলা হাট, ৮ ও ৯নং ওয়ার্ডে বদিউজ্জামান রাজারামপুর অধির ন্যাংড়ার মোড়, ১০নং ওয়ার্ডের বাহরাম আলী আঙ্গারিয়াপাড়া, ১১ ও ১২নং ওয়ার্ডে আসাদুল ইসলাম কুতুব, নতুন হাট, ১৩নং ওয়ার্ডের তৌফিজুর রহমান পুতুল, রেহাইচর মধ্যপাড়া, ১৪নং ওয়ার্ডে নুরুল ইসলাম আরামবাগ, ১৫নং ওয়ার্ডে আসাদুল হক, পুরাতন বাজার তুলা পট্রি, শেখ মোঃ আক্তার চুনি, ফকিরপাড়া নিমতলা ও মনিরুল ইসলাম শিবতলা মোড় এ ১৪টি স্থানে ১৫টি ওয়ার্ডের নাগরিকগণ ১০টাকা কেজি দরে ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন  বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ওবায়দুল ইসলাম। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ