আজ শুক্রবার, ২৭শে বৈশাখ ১৪৩১, ১০ই মে ২০২৪

চাঁপাই নিউজে সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই শুরু হলো ভাঙ্গা ড্রেনের ঢালায়ের কাজ

মেহেদি হাসান

মোঃ জাহাঙ্গীর আলম

গত ২১ এপ্রিল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল "চাঁপাই নিউজ ডট কম" এ "বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ীতে ড্রেনের ঢালায় ভেঙ্গে চরম দুর্ভোগে কয়েকটি গ্রামের মানুষ, উদ্যোগে নেয় মেরামতের" শিরোনামে একটি সংবাদ প্রকাশের ২৪ ঘন্টা অর্থাৎ ১ দিনের মধ্যেই শুরু হয়েছে ভাঙ্গা ড্রেনের ঢালায়ের কাজ। বৃহস্পতিবার সকালে ঢালায় কাজের উদ্বোধন করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ০৯নং ওয়ার্ড সদস্য মো. আবু সালেহ আল হাম্মাদ রাজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় যুবক হুমায়ন কবীর জানান, চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে কাজ শুরু হয়েছে। ৩ জন রাজমিস্ত্রীসহ স্থানীয় ৮-১০ জন ব্যক্তি ঢালায় কাজে অংশগ্রহন করেছে। ধন্যবাদ চাঁপাই নিউজকে এবিষয়ে প্রতিবেদন প্রকাশ করার জন্য।


মুঠোফোনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম জানান, রাস্তাটি সড়ক বিভাগের, ড্রেনটি স্থানীয় সেচ প্রকল্পের। কিন্তু গত প্রায় ২ মাস ধরে ড্রেনের দুই-তৃতীয়াংশই ভেঙ্গে থাকলেও তাদেরকে বারবার অবহিত করা হলেও এতে কাজ হয়নি। দুর্ভোগে ছিলো কয়েকটি গ্রামের মানুষ। করোনা পরিস্থিতি মোকাবেলায় গ্রামগুলোতে ঢুকতে পরছিলো না প্রশাসনের গাড়ি। সম্ভব হচ্ছিলো না, সামাজিক দুরত্ব নিশ্চিত করতে নিয়মিত টহল অব্যাহত রাখার। তিনি আরো জানান, চাঁপাই নিউজসহ স্থানীয় ও জাতীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে এবিষয়ে সংবাদ প্রকাশের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের নির্দেশে ইউনিয়ন পরিষদের অর্থায়নে এটির ঢালায় কাজ শুরু হয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ