আজ শুক্রবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩১, ২২শে নভেম্বর ২০২৪

টাকা ও ফলমূল নিয়ে করোনা পজিটিভদের বাড়িতে সদর ইউএনও আলমগীর হোসেন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে করোনা পজিটিভদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে ডালা ভর্তি বিভিন্ন ধরনের রঙ্গিন ফলও দেয়া হয়। শনিবার (০৯ মে) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা পৌঁছে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন।

তিনি জানান, করোনাভাইরাস পজিটিভ সদর উপজেলায় ৭ জন অবস্থান করছেন। তারা প্রত্যেকেই এখন পর্যন্ত শারীরিকভাবে ভালো আছেন। তাদের প্রত্যেককে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ ৫ হাজার টাকা এবং বিভিন্ন রঙ্গিন ফলের সমন্বয়ে সুদৃশ্য ফলের ডালা প্রদান করা হয়। বিকাল ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত একটানা মহারাজপুর, রাণীহাটি,সুন্দরপুর, গোবরাতলা, ঝিলিম, টিকরামপুর ও চরমোহনপুরে বসবাসকারী করোনা পজিটিভদের পরিবারের হাতে এ উপহার তুলে দেয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ