আজ বৃহঃস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্যদের মাঝে সুরক্ষা সরঞ্জাম বিতরণ

মেহেদি হাসান

করোনা পরিস্থিতি মোকাবেলায় সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সদস্যরাও জীবনের ঝঁকি নিয়ে কাজ করছেন। করোনা পরিস্থিতির পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, করোনা মোকাবেলায় জনসাধারণকে ঘরে রাখাসহ নিজস্ব উদ্যোগে সাধ্যমতো ত্রাণ সহায়তা প্রদান করছে পুলিশ। মানুষ যখন ঘরে থাকছে পুলিশ তখন মাঠে থাকছে। এমন অবস্থায় তাদের সুরক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জে কর্মরত জেলা পুলিশের ৮৫০ জন সদস্যের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও রোগ প্রতিরোধ ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (০১ মে) জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের মাধ্যমে এইসব সামগ্রী বিতরণ করা হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি, মো. জিয়াউর রহমানচাঁপাই নিউজকে বলেন-পুলিশ সুপার এএইচএম আবদুর রবিক মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের ৮৫০ জন কর্মকর্তা ও কনস্টেবলসহ জেলা পুলিশে কর্মরত সিভিল সার্ভিসের সদস্যের মাঝে ৫টি করে মাস্ক, ১০০ মিলি ওজনের ২ টি করে হ্যান্ড স্যানিটাইজার, ২টি করে সাবান ও ৩০ জোড়া করে হ্যান্ড গ্লাবসসহ একটি করে পিপিই বিতরণ করা হয়েছে। এছাড়াও রোগ প্রতিরোধের জন্য ভিটামিন সি, ভিটামিন ডিসহ অন্যান্য ওষুধ বিতরণ করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ