আজ শুক্রবার, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ই মে ২০২৪

৯শ পরিবারকে খাদ্য সহায়তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের

মেহেদি হাসান

সারাদেশের মতো করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের জনসাধারণও। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা পড়েছে খাদ্য সংকটে। এইসব মানুষের মাঝে সরকারি ও বেসরকারিভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বসে নেই পুলিশ বিভাগও। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতিও মোকাবেলা করে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সদস্যরা। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে তারা দিন রাত্রি কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, নিয়মিত এই দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রীও বিতরণ করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মাননীয় পুলিশ সুপার এ এইচ এম অŸদুর রকিবের নির্দেশনায় পুলিশের নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখন পর্যন্ত সদর থানা এলাকার ৯শ টি অসহায় কর্মহীন দুস্থ পরিবারের মাঝে চাল ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ