চাঁপাইনবাবগঞ্জ সদরে ৭০ জনে ১৬ জনের করোনা পজিটিভ
- ১২ই আগস্ট ২০২১ রাত ০৮:১৭:৫২
- স্বাস্থ্য
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবরেটরিতে ৭০টি নমুনার আরটি-পিসিআর পরীক্ষায় এই ১৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ১০ ও ১১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ৭০টি নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। অপর দিকে ৩টি নমুনা বাতিল হয়েছে এবং বাকি ৫১ জনের ফলাফল নেগেটিভ এসছে।
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য