আজ বৃহঃস্পতিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩১, ২১শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে শনাক্ত ৩৬ জনের করোনা পজিটিভ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের আরো ৩৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৮৬ জনের নমুনার আরটি-পিসিআর পরীক্ষায় এই ৩৬ জন শনাক্ত হন। গড় শনাক্তের হার ১৯.২৫ শতাংশ। বুধবার রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবরেটরিতে নমুনাগুলো পরীক্ষা করা হয়।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪, ২৫ ও ২৬ জুলাই এই ১৮৬ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে আজ বুধবার আরটি-পিসিআর পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে জেলার সদর উপজেলার ১০৪ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ জন এবং নমুনা বাতিল হয়েছে ৫টির। অপর দিকে জেলার গোমস্তাপুর উপজেলার ৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ জন। শিবগঞ্জ উপজেলার ৩৬ জনে ৬ জন এবং ভোলাহাট উপজেলার ১২ জনে ৩ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ