আজ মঙ্গলবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১, ৩রা ডিসেম্বর ২০২৪

পদ্মা ক্লিনিকে বিনামূল্যে ঠোঁট ও তালু কাঁটা অপারেশন ক্যাম্পের উদ্বোধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁট ও তালু কাঁটা অপারেশন ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

( ১৮ মার্চ ২০২১) বৃহস্পতিবার সকালে পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এবং ক্লেফট বাংলাদেশ এর সহযোগিতায় ঠোঁট ও তালু কাঁটা অপারেশন ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডাঃ মোঃ নজরুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুস সালাম , বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি দুররুল হুদা, শহীদ সোহহরাওয়ার্দী মেডিকেল কলেজর ডা. অভি কুমার চক্রবর্তী ।

রাজশাহী মেডিকেল কলেজের  হাসপাতালের হেমাটোলজি বিভাগের   সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ এম মুর্শেদ জামান মিঞা, পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার চাঁপাইনবাবগঞ্জ এর পরিচালক  ডাঃ গোলাম কাজেম আলী, 

অনুষ্ঠানে ঠোঁট ও তালু কাটা অপারেশন ক্যাম্প সম্পর্কিত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডাঃ মোঃ আবু শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জাহাঙ্গীর, ডা. আল মামুনসহ নানো ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ