চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন পর ১৯ জনে ৫ জনের করোনা শনাক্ত
- ১২ই মার্চ ২০২১ রাত ১২:০৪:২৪
- স্বাস্থ্য
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসে আক্রান্তের খবর না থকলেও হঠাৎ করেই ৫ জনের শরীরে শনাক্তের খবর পাওয়া গেছে। গত ১০ মার্চ বুধবার রাতে সিভিল সার্জন অফিসে এই রিপোর্ট আসে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ৯ মার্চ ১৯ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে পাঠানো হয়। সেখানে ১০ মার্চ নমুনাগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে নেগেটিভ ফলাফল এসেছে ১৪ জনের।
এদিকে রোগী না থাকা এবং ব্যয়বহুল হওয়ায় হাসপাতালগুলোয় করোনা ইউনিটগুলো বন্ধ রাখা হয়েছে। তবে নমুনা সংগ্রহ কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে জেলা সদরে কিছু মানুষ নমুনা দিলেও উপজেলা হাসপাতালগুলোয় নমুনা সংগ্রহ নেই বললেই চলে।
এমনটাই জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। তিনি বলেন-পরিস্থিতি মোকাবেলায় সকল প্রস্তুতি রয়েছে। তবে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া তিনি সবাইকে করোনার টিকা গ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করারও আহ্বান জানান।
উল্লেখ্য, দেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর চাঁপাইনবাবগঞ্জে এই ভাইরাসের সংক্রমণ এড়াতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে স্থানীয় প্রশাসন। গত বছরের ৭ এপ্রিল থেকে নমুনা সংগ্রহ করে পর্যায়ক্রমে রাজশাহী ও ঢাকায় পরীক্ষার জন্য পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ২০ এপ্রিল প্রথম জেলাতে নারায়ণগঞ্জ ফেরত একজনের দেহে ধরা পড়ে করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর ১৯ জুলাই রাজশাহীতে মৃত্যুবরণ করেন নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো), চাঁপাইনবাবগঞ্জের বিক্রয় ও বিতরণ কেন্দ্র-১ এর উচ্চমান হিসাব সহকারী কাজী আতাউর রহমান। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চরমোহনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৬৫) নামের এক নারী করোনার উপসর্গ নিয়ে মারা যান এবং পরে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর পর্যায়ক্রমে এই জেলায় মত্যৃবরণ করেন ১৪ জন। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ১৬১ জনের। তাদের মধ্যে ৬ হাজার ৩৩২ জনের নেগেটিভ এবং পজিটিভ ব্যক্তির সংখ্যা ৮২৬ জন।
০ টি মন্তব্য