আজ মঙ্গলবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১, ৩রা ডিসেম্বর ২০২৪

সদর হাসপাতালে যোগ হলো নতুন আরেকটি অ্যাম্বুলেন্স

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নতুন আরেকটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। সোমবার এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীর হাতে চাবি তুলে দিয়ে আধুনিক এই অ্যাম্বুলেন্সটি হসান্তর করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এ-সময় জেলা প্রশাসক ও সিভিল সার্জন মুঠোফোনে স্বাস্থ্য সচিবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাদিম সরকার।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালের জন্য দুইটি অ্যাম্বুলেন্স চেয়ে আবেদন করেছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। সেই আবেদনের প্রেক্ষিতে ১০ দিনের মাথায় অ্যাম্বুলেন্সটি বরাদ্দ করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ