শাহ্জাহানপুর পরিবার কল্যাণ কেন্দ্রে জনসংখ্যা দিবস পালিত
- ১১ই জুলাই ২০২০ সন্ধ্যা ০৭:১৮:০৪
- স্বাস্থ্য
News Desk
ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জের শাহ্জাহানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জনসংখ্যা বৃদ্ধি রোধ নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় জুম অ্যাপসের মাধ্যমে প্রধান অতিথি ও জেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তার অংশগ্রহণ করেন।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুস সালামের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১০নং শাহ্জাহানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মুক্তাদির আলম সেলিম, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার কবির আলী, ফার্মাসিস্ট রওশন আরা, পরিবার কল্যাণ সহকারি বিলকিস আরা এবং মোসা: মাকসুদা, অফিস সহায়ক দস্তগীর আলম প্রমুখ।
০ টি মন্তব্য