আজ মঙ্গলবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১, ৩রা ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ৯ নমুনায় ৬ জনেই পজেটিভ

মেহেদি হাসান

মঙ্গলবারের (৭ জুলাই) প্রতিবেদনে চাঁপাইনবাবগঞ্জের ১৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর বুধবার (৮ জুলাই) আরো ৬ জনের দেহে করোনা শনাক্তের প্রতিবেদন এসেছে। টানা ৮ দিন প্রতিবেদন আসা বন্ধ থাকার পর গত দু’ দিনের প্রতিবেদনে চাঁপাইনবাবগঞ্জে করোনা ধরা পড়লো ২১ জনের দেহে। 

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল ইসলাম জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে বুধবার ৯ জনের নমুনার প্রতিবেদন এসেছে। এই ৯ জনের মধ্যে ৬ জনই আক্রান্ত। তিনি জানান, আক্রান্ত ৬ জনের ৫জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার। ১ জন শিবগঞ্জ উপজেলার। 

সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, আক্রান্ত ৬ জনের মধ্যে সদরের ৫ জন হচ্ছেন, শহরের নিমতলা, রেহায়চর, নামো রাজারামপুর, বারঘরিয়া ও বালিয়াডাঙ্গার। শিবগঞ্জে ১ জন হচ্ছেন, পূর্ব শ্যামপুর বাজার। 

সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডলের দেহেও করোনা শনাক্ত হয়েছে। 

সিভিল সার্জন জানান, আক্রান্তরা সুস্থ আছেন। সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি অনুসারণ করার আহবান জানান। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ