আজ বৃহঃস্পতিবার, ১২ই পৌষ ১৪৩১, ২৬শে ডিসেম্বর ২০২৪

করোনার উপসর্গ নিয়ে এক রোগী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা এলাকার ৫৩ বছর বয়সী ফৌরদৌস সিরাজুম মুনিরা করোনার উপসর্গ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দুপুরে আধুনিক সদর হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ এর করোনা ইউনিটের সমন্বয়ক জেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. নাহিদ ইসলাম মুন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স  পাঠিয়ে তাকে বাসা থেকে নিয়ে এসে দ্রুততম সময়ের মধ্যে করোনা ইউনিটে ভর্তি করানো হয়। এই সময় করোনা ইউনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. আহনাফ শাহরিয়ার রোগীর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।

করোনা ইউনিটের সমন্বয়ের সাথে যোগাযোগের পরে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে রোগীর চিকিৎসা শুরু করাতে পেরে রোগীর স্বজনেরা সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে সদর হাসপাতাল করোনা ইউনিটের সমন্বয়ক ডা. নাহিদ ইসলাম মুন জানান, " করোনার উপসর্গ নিয়ে ভর্তিকৃত রোগীটির আগামীকাল সকালে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল পাঠানো হবে। করোনা রোগীদের সাধ্যমত চিকিৎসা সেবা দিতে আমরা প্রস্তুত আছি।"

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ