আজ বৃহঃস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির নিজস্ব উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন হয়ে পড়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী খাদ্য সামগ্রী বিতরণ করেন।

তিনি জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন হয়ে পড়া তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠী, হোটেল শ্রমিক, রিকশা চালক, ভ্যান চালক, সুইপার, দৈনিক খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্ত যারা কারো কাছে মুখ খুলতে পারেনা তাদের মাঝে মোট ১ হাজার খাদ্য সামগ্রী ৫ কেজি চাল, ১ কেটি আলু, ১ কেজি লবন, ১ কেজি ডাল ও সাবান দেয়া হয়।

 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ডাইরেক্টর মোঃ মহসীন আলী, আলহাজ্ব মহসিন আলী, মোঃ বাহরাম আলী, মোঃ শহিদুল ইসলাম শহিদ, উজায়ের তপন, এম কোরাইশি মিলু। তিনি আরো জানান, চেম্বার ছাড়াও নিজ উদ্যোগে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে সাড়ে ৪ চার ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৫ হাজার ৪০জন মানুষকে খাদ্য সামগ্রী দেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ