সদর উপজেলার দেবীনগর, ইসলামপুর ও সুন্দরপুর ইউনিয়নে এরফান গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ
- ৩০শে মে ২০২০ সকাল ০৬:৩৭:১৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে মানুষ কমহীন হয়ে পড়েছে সেসব কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রুপ। এ লক্ষে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড শেষ করে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে কর্মহীন মাঝে খাদ্য সামগ্রী দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দেবীনগর ইউনিয়নের দিয়াড় মহাবিদ্যালয় মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, দেবীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক , দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নামরুম মিনাল্লাহ বাচ্ছ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মোঃ বাহরাম আলী, চেম্বারের সদস্য হায়দার আলী, আনোয়ার হোসেন বাবু উপস্থিত ছিলেন।
এদিকে বেলা ১১ টায় ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি উচ্চ বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে সামাজিক দুরুত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী। এসময় ইসলামপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ জসিম উপস্থিত ছিলেন। । অন্যদিকে বেলা সাড়ে ১২টায় সদর উপজেলার ১৪নং সুন্দরপুর ইউনিয়নের কালিনগর হাট আমবাগানে সামাজিক দুরুত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানসহ ইউনিয়নের গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৫ হাজার ৪০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এর আগেও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে সাড়ে ৪ হাজার খাদ্য সামগ্রী দেয়া হয়।
এরফান গ্রুপের চেয়ারম্যান এরফান আলী জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে মানুষ কর্মহীন হয়ে পড়ায় সেসব দরিদ্র মানুষের পাশে এরফান গ্রুপ সবসময় আছে এবং থাকবে। এরফান গ্রুপ আর্ত মানবতার সেবাই সবসময় জেলা বাসীর সাথে ছিল এবং থাকবে। তিনি আরো জানান, করোনা পরিস্থিতি বেশিদিন স্থায়ী হলে এরফান গ্রুপ পর্যায়ক্রমে আবার খাদ্য সামগ্রী দেওয়ার সিধান্ত নিয়েছে। এছাড়াও পবিত্র মাহে রমজান, পবিত্র ঈদুল ফিতর. ঈদুল আযহা, বন্যাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এরফান গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কাজ করে যাচ্ছে।
০ টি মন্তব্য