আজ শুক্রবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩১, ২২শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের ৩টি নবনির্মিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মেহেদি হাসান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের দেশব্যাপী নবনির্মিত ৩২২টি উন্নয়ন প্রকল্পের সাথে ৪৩ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের তিনটি নবনির্মিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। 

উদ্বোধনকৃত প্রকল্পগুলো হলো— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মরাপাগলা নদীর ওপর ২১০.২০ মিটার, শিবগঞ্জ উপজেলার তর্তিপুর ঘাটে ১৫৬.২০ মিটার ও গোমস্তাপুর উপজেলার পুনর্ভবা নদীর ওপর ১৮২.০০ মিটার দীর্ঘ নবনির্মিত আরসিসি গার্ডার ব্রীজ। 

এ উপলক্ষে সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিরা বড় পর্দায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী বক্তব্য উপভোগ করেন। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল ওদুদ এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি,

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম জেসী এমপি, পুলিশ সুপার ছাইদুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, উপসচিব দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামসহ সরকারি কর্মকর্তা, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগ নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ