আজ শুক্রবার, ৩রা কার্তিক ১৪৩১, ১৮ই অক্টোবর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের তিনটি নির্মাণাধীন ব্রীজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  মঙ্গলবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার বিভাগের আওতায় ৩২২টি উন্নয়ন অবকাঠামো ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন মরাপাগলা নদীর উপর ২১.৩৮ কোটি টাকা ব্যয়ে ২১০.২০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ , শিবগঞ্জ উপজেলাধীন মরাপাগলা নদীর উপর তত্তিপুর ঘাটে ১৫.৭৪ কোটি টাকা ব্যয়ে ১৫৬.২০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ, গোমস্তাপুর উপজেলার পুনর্ভবা নদীর উপর ৬.৪১ কোটি টাকা ব্যয়ে  ১৮২.০০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মোজহার আলী প্রামানিক জানান, ব্রীজগুলো ইতোমধ্যে কাজ সম্পর্ন হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ