আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

সরকারি শিশু পরিবারে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

মেহেদি হাসান

সরকারি শিশু পরিবারে (বালিকা) শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সরকারি শিশু পরিবারে আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।

আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের পতœী মিসেস মাহফুজা সুলতানা। 

এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের পতœী ডা.  রেশমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খাতুন, ডা. তানজিনা আফরিন মৌ, সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টি, সরকারি শিশু পরিবারের তত্বাবধায়ক শাহনাজ পারভীনসহ অন্যরা।

প্রধান অতিথি মিসেস মাহফুজা সুলতানা তার বক্তব্যে জানান, মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার  ছোট ভাই  শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রæ ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট  থেকে রক্ষা পাননি শিশু  শেখ রাসেল। বঙ্গবন্ধুে সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ  শ্রেণীর ছাত্র ছিলেন।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ