আজ রবিবার, ২৯শে বৈশাখ ১৪৩১, ১২ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুই ব্যাক্তির যাবজ্জীবন কারাদন্ড

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় জুবায়ের আলম (৩০) ও কবির হোসেন (৪০) নামে দুই ব্যাক্তির প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮অক্টোবর) বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা:আদীব আলী দন্ডিতদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দন্ডিত জুবায়ের রাজশাহীর গোদাগাড়ীর অভয়া গ্রামের রুহুল আমিনের ছেলে ও কবির সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের তফজুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম জানান,গত ২০২০ সালের ২৮ ফেব্রæয়ারী সদর উপজেলার আমনুরা রেলবাজার এলাকায় অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল ।  এসময় ১টি মোটরসাইকেল ও ৭৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় জুবায়ের। কবির পালিয়ে যায়। এ ব্যাপারে ওইদিনই (২৮ ফেব্রæয়ারী’২০) সদর থানায় মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার আবু তালেব। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক আবু হাসান ওই দু’জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ মার্চ অভিযোগপত্র জমা দেন।  

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ