আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

মেহেদি হাসান

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এ স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্রিনভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য  দেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনডিসি তৌফিক আজিজ, সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের উপ সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, স্টেশন অফিসার ফরিদ উদ্দিন, প্রধান শিক্ষক রোকসানা আহমদ। পরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত বিশেষ মহড়া প্রদর্শন করেন।


 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ