আজ শনিবার, ২৭শে বৈশাখ ১৪৩১, ১১ই মে ২০২৪

নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক ও মানবপাচার প্রতিরোধে ইফার আলোচনা সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মসজিদের ইমাম, আলেম-ওলামায়েদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ কর্মসূচির আয়োজন করে। 

বেলা ১১টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ। সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের জেনারেল কেয়ারটেকার মো. আবুল কালাম আজাদ। শেষে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ.বি.এম.জি. কিবরিয়া। 

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ